চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মাঠে এক কৃষকের ৯শ ফলন্ত আড়াই বিঘা জমির একটি পেপেক্ষেত ধারালাে অস্ত্র দিয়ে কেটে তছরুপাত করেছে প্রতিপক্ষরা।
এ ঘটনা নিয়ে দর্শনা থানায় দুপক্ষেই পৃথক দুটি অভিযােগ দায়ের করেছে। পেঁপে ক্ষেতের গাছ কাটার ঘটনা নিয়ে গ্রামে পক্ষদ্বয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় দুপক্ষের মধ্যে ঘটতে পারে খুনের মত ঘটনা।এ বিষয়ে
পেঁপে চাষি ছয়ঘরিয়া গ্রামের মোলাম মন্ডলের ছেলে দাউদ বলেন আজ শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে জোর পৃর্বক আমার লীজ নেওয়া জমিতে এসে ফলন্ত পেঁপে গাছ ধারালো হাসুয়া দিয়ে মুহূর্তের মধ্যে কেটে দেয় একই গ্রামের আব্দুল কাদের ইসমাইল,দলুসহ ৫/৬ জন । আমরা বাধা দিতে গেলে ধারলো হাসুয়া দিয়ে জবাই করবে বলে হুমকি দিয়ে আড়াই বিঘা জমির পেঁপে বাগান কেটে সাবাড় করে নির্বিঘ্নে চলে যায়।পরে কোন উপায়ান্তর না পেয়ে আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে জোর দাবি করে বলেন তদন্ত করে দােষিদের আইনের আওতায় নিয়ে আসতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।আমার শেষ সম্বল এই বাগান টুকু ছিলো।আমার প্রতি মাসে ১ লক্ষ টাকা করে এই বাগান থেকে আসতো। তাই আমার পরিবার নিয়ে সংসার চলতো।আমি পরিবার নিয়ে বড় সংকটের ভিতরে আছি।আপনারা এর ন্যায় বিচার করে দেবেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন গণমাধ্যম কর্মীদের কাছে।
গ্রামবাসি জানায়, ছয়ঘরিয়া গ্রামের মাঠের আড়াই বিঘা জমি নিয়ে গ্রামের রাজু আহমদ ও আব্দুল কাদেরের মধ্যে জমিজমা নিয়ে বিরােধ দীর্ঘদিনের। আজ শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) সকালে রাজু আহমদ থানায় লিখিত অভিযােগ করেন, প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার লােকজন মাঠের আড়াই বিঘা জমির পেপেক্ষেত প্রকাশ্য দিবালােকে কেটে তছরুপাত করেছে। এ ঘটনায় রাজু আহম্মেদের অার্থিক ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এদিকে, আজ শুক্রবার সকালে প্রতিপক্ষ আব্দুল কাদেরও দর্শনা থানায় এসে লিখিত অভিযােগ করে বলেছেন, তার জমিতে থাকা পেপে গাছ ও লিপিয়ার ঘাস কেটে ক্ষতি করেছে প্রতিপক্ষরা। তারা আব্দুল কাদেরের বাড়িতেও হামলা করে সাংসারিক জিনিসপত্র ক্ষতি করেছে বলে অভিযাগ করা হয়েছে।
এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দুপক্ষের দুটি অভিযােগ পেয়েছি। তদন্ত করে দােষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।