জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন- বর্তমান আন্তবর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, ৫ আগস্ট বিপ্লবের পর পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করছে হাসিনা। ফ্যাসিস্ট সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে চক্রান্ত করেছিল। তবে ছাত্রজনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। শেখ হাসিনা দেশের বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নানান অডিও-ভিডিও দিয়ে অপপ্রচার করা হচ্ছে। কখনো বলা যাচ্ছে, যেকোন সময় দেশে ঢুকে পড়বে আবার কখনো বলছে ডিসেম্বরের মধ্যে কাজ সারতে হবে।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে জামায়াত নেতা আরও বলেন, এমন হত্যা, নারকীয় তান্ডব চালানো নিষ্ঠুর বর্বর খুনী শাসককে দেশের মানুষ আর ক্ষমতায় বসতে দিবে না। তাদের রাজনীতি আর নির্বাচনে আসার নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্টই নয়, স্যাডিস্ট। হাসিনা যে অপরাধ করেছে তা শুধু ফ্যাসিস্ট বলে কভার করা যায় না, তিনি স্যাডিস্টও। কারন, সে মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, খুন, গুম দেখে ইনজয় করেছে। সকল খুনের মাস্টারমানইন্ড শেখ হাসিনাই ইতিহাসের শ্রেষ্ঠতম স্যাডিস্ট। জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার চুয়াডাঙ্গার দর্শনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত বিশেষ রুকন ( সদস্য) সম্মেলনে এসব কথা বলেন।
আজ শুক্রবার (০৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জেলার দর্শনা পৌর অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়ার অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান প্রমুখ।
এর আগে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর হিসেবে পুনঃনির্বাচিত মোঃ রুহুল আমিনকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সন্মেলনে জামায়াতের জেলার ৮টি সাংগঠনিক থানার দেড় হাজারেরও বেশী রুকন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেন- জামায়াতের রুকনদের উদ্দেশ্যে আল্লাহর ঘোষনা ও বাইয়াত অনুযায়ী নামাজ, কুরবানী, জীবন ও মরণ আল্লাহর নির্দেশনা মোতাবেক পরিচালিত করতে আহবান জানান।
সন্মেলনে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল ইসলাম. দামুড়হুদা উপজেলা আমীর মোঃ নায়েব আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর বেলাল হোসাইন, আলমডাঙ্গা উপজেলা আমীর মোঃ দারুস সালাম, সহ সকল শাখা আমীর ও সেক্রেটারীবৃ›দ্ব এবং ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মোহসিন এমদাদুল্লাহ জামেন উপস্থিথ ছিলেন।