চুয়াডাঙ্গার দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দর্শনা সরকারি ফুড গোডাউনের পাশে এ ঘটনা ঘটে।
আহত শাহরিয়ার সাদিত কিমন (১৮) দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শাহিনুজ্জামান টুটুলের ছেলে।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ৮ তারিখ শুক্রবার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে জীবন (১৮) ও মো: রিফাত (২০) মেয়েদেরকে উত্যাক্ত করার সময় শাহরিয়ার সাদিত কিমন (১৮) নিষেধ করায় কিমনের সাথে বিরোধ সৃষ্টি হয় এর এক পর্যায়ে তাকে হুমকি ধামকি দেয়। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে কিমন প্রাইভেট পড়া শেষ করে পাখি ভ্যানে করে তার নিজ বাড়িতে যাওয়ার সময় পতিমধ্যে দর্শনা সরকারি ফুড গোডাউনের নিকট পৌঁছালে জীবন (১৮) ও মো: রিফাত (২০) সহ প্রায় ২০ জন পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে ছিলো। তখন কিমনকে ভ্যান থেকে জোর পূর্বক নামিয়ে গোডাউনের পাশে একটি মাদরাসার নির্মাণাধীন ঘরের ভিতরে নিয়ে যেয়ে লোহার রড, এস এস পাইপ ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত কিমের পিতা শাহিনুজ্জামান টুটুল বাদি হয়ে দর্শনা থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন, দর্শনা পৌর এলাকার দক্ষিন চাঁদপুর গ্রামের নজুর ছেলে জীবন (১৮), ওয়াসিমের ছেলে মো: সিদাত (২০) রিফাত (২০), পিতা- অজ্ঞাত, ইসমাইলের ছেলে আরাফাত (১৯),নাজিমের ছেলে রাসেল (১৮) মজিদের ছেলে গাফফার (১৯)তোহিদের ছেলে নজু (৫০) খোকনের ছেলে সোহান (১৯) ও আজমপুর গ্রামের বুলেটের ছেলে বিজয় (১৮)