চুয়াডাঙ্গা জেলার দর্শনায় পৌরসভার উদ্দ্যগে মশক নিধোন অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দর্শনা ফুড গোডাউনের সামনে এ মশক নিধোনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান।তিনি ফকার মেশিন ড্রেনের ও আশেপাশের আবরজনা মশক নিধোনের কার্যক্রম শুরু করেন।
এ সময় পৌর প্রশাসক তাসফিকুর রহমান বলেন, অনেক আগে থেকে পৌর এলাকা পরিস্কার পরিছন্ন অভিযান শুরু হয়েছে এবং পৌর এলাকায় ড্রেন পরিস্কার করা হয়েছে। এখন মশা নিধোন কার্যক্রম শুরু হয়েছে এবং চলমান থাকবে। আগামী ১৫ দিনসহ এ কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া তিনি আরো বলেন, শুধু পৌর কতৃপক্ষ নয় পৌর এলাকার মানুষকে সচেতন হতে হবে। ডাবের খোলা প্লষ্টিকের ডপ যে সব পাত্রে পানি জমে থাকে সেগুলো পরিস্কার রাখতে হবে।
এ সময় মশক নিধোন অভিযানে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর প্রকৌশলী সাজেদুল আলম, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান, দর্শনা পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন খান, পৌর করনিক সরোয়ার হোসেন, উপজেলা একাডেমী সুপারফাইজার রাফিজুল ইসলাম।এছাড়াও পৌরসভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।