চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই শাশুড়িকে আটক করেছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সীমান্তবর্তী দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
সেনাবাহিনী ও মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়, আজ শনিবার সকাল ১১ টার দিকে ৫৫ পদাতিক ডিবিশন সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে মাদক বিরোধী একটি যৌথ অভিযান চালায়।
এ সময় দর্শনা আজিমপুরের মাদক ব্যবসায়ী চায়না খাতুনের বাড়ি থেকে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত চায়না খাতুন (৪৫) ও তার জামাতা রাজা মিয়াকে (২৪) আটক করে। আজ শনিবার বিকালে দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। আজ তাদের দুজনকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে দর্শনা থানা পুলিশ।