চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ডেঙ্গা পাড়ার মাঠে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে জমির মালিক জহুরুল ইসলামকে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টার দিকে অভিযোগ পেয়ে ছুঁটে যান দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান।
তিনি সরেজমিনে গিয়ে দেখতে পান জমির মালিক জহুরুল ইসলাম প্রায় ১০ ফুট গভীর করে বালু ও মাটি উত্তোলন করছে। যার কারণে আশে পাশের কৃষি জমির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তিনি জমির মালিককে বালু ও মাটি উত্তোলন না করার জন্য ১৮৬০ ধারায় সতর্ক করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং জমির মালিককে মুছলেকা নেন তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর কখনোই করবেন না বলে তিনি জানান।
জমির মালিককে আরও বলেন, ভবিষ্যতে যদি আপনি এই কাজ করেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উক্ত মাঠের আশে পাশের জমির মালিকরা অভিযোগ করেন জমির মালিক জহুরুল ইসলাম কে আমরা বেশ কয়েকবার মানা করেছি গভীর ভাবে বালু ও মাটি উত্তোলন না করার জন্য। এভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে আমাদের কৃষি জমির অনেক ক্ষতি হবে। কিন্তু তিনি আমাদের কথায় কর্ণপাত না করে মাটি কাটতে থাকে।