শ্বাশুড়ীর উপর অভিমান করে চুয়াডাঙ্গার দর্শনা উজলপুর গ্রামে দুই সন্তানের জননী নারগিস (২৬) আত্নহত্যা করেছেন। রোববার দুপুর ২ টার দিকে তিনি বিষপান করে আত্নহত্যা করেন। তিনি উজলপুর গ্রামের ক্লাবপাড়ার হায়দার আলীর মেয়ে।
পারিবারিক সুত্রে জানাযায়, গত বছর দশেক আগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সদরের কেষবপুর গ্রামে জৈনকের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় নারগিসের। বিয়ের পর সবকিছু ঠিকঠাক চলছিল।
তার কোল জুড়ে আসে দুটি সন্তান। বছর খানেক থেকে নারগিসের সাথে তার শ্বাশুড়ীর বিভিন্ন কারণে অকারণে ঝগড়া বিবাদ হতো।
রোববার সকালের দিকে শ্বাশুড়ীর সাথে ঝগড়া হলে নারগিস তার পিতার বাড়ি উজলপুরে চলে আসে। পরে দুপুর ২ টার দিকে নারগিস রোজা থাকা অবস্থায় সকলের অজান্তে বিষপান করে।
বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ রিপর্ট রেখা পর্যন্ত নারগিসের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ছিল।