চুয়াডাঙ্গার কোটালী গ্রামে জমিজমা বিরোধের জেরধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘষে উভয়পক্ষের মহিলাসহ ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধর্ধার করে নেয়া হয়েছে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। এঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কোটালী গ্রামের তারেরবেড় মাঠের ১০ কাঠা জমির মালিকানা দাবি করে আসছেন গ্রামের দোস্ত মোহাম্মদ ও আব্দুল মমিন। বৃহস্পতিবার দুপুরের দিকে জমির মালিকানা দাবি করে জমিতে থাকা পাট কাটকে যায় উভয়পক্ষ।
জমির মালিকানা নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায় সংঘর্ষে রূপ ন্যায়। হাতে থাকা লাঠি ও হাসুয়া নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল মমিনের পক্ষে রক্তাক্ত জখম হয় আব্দুল মমিন (৪২), আমিন (৪০), জামাল হোসেন (৩৮), নাজমা খাতুন (৩৫), ছাদ্দাম হোসেন (২৭)। দোস্ত মোহাম্মদপক্ষের আহত হন মোরশেদ আলী (৪৫), রাজু আহম্মেদ (২২) ও এরশাদ (২৫)। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। এঘটনায় উভয়পক্ষ দর্শনা থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।