চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে ভারতীয় ইয়াবাসহ খাইরুল বাশার (২৮) নামের এক পাচারকারীকে আটক করেছে ৬ বিজিবি। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে বিজিবি।
আটককৃত খাইরুল বাশার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
গতকাল বুধবার দুপুরে ২৬২পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মোঃ ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার ফুলবাড়ী বিওপির হাবিলদার রায়হান কবির টহল দল নিয়ে সীমান্তের ৮৫/১৭টি পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী দক্ষিনপাড়া তিন রাস্তার মোড়ের অবস্থান নেয়। এসময় দুপুর ১২টার দিকে এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে দর্শনার বুচিতলার দিকে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টেরপেয়ে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে মোটরসাইকেলসহ আটক করে। পরে মোটরসাইকেলটি তল্লাশী করে মোটরসাইকেলের সাইট কভারের ভিতর লুকিয়ে রাখা ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের মৃল্য দুই লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত টাকা। আটকৃত আসামীকে দর্শনা থানায় সোর্পদ করা হয়েছে।