দর্শনায় আখ চাষীদের সাথে উঠান বৈঠক করেছেন নবাগত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশারফ হোসেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কেরুজ চিনিকলের মিলস গেট পূর্ব সাবজন ২নং ইউনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
২০২১-২২ রোপণ মৌসুমে আগাম আখ চাষ, রোপা আখের বীজতলা স্থাপন ও প্রযুক্তি প্রয়োগ বিষয়ক “উঠান বৈঠক” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন প্রতিষ্ঠানের নবাগত ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন।
তিনি শুরু থেকেই প্রতিদিন প্রতিটি ইউনিটে চাষীদের দ্বারে,দ্বারে ছুটে চলা, নিয়মিত চাষীদের সাথে যোগাযোগ করে চাষীদেরকে ইক্ষু চাষে উদ্বুদ্ধ করতে প্রতিদিনই উঠান বৈঠক করছেন। এ উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মহা-ব্যবস্থাপক (কৃষি) গিয়াস উদ্দিন, বীজ পরিদর্শন ও কৃষিতত্ব বিভাগের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, ডিজিএম আব্দুর রউফ, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহ্ম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও সাবেক সভাপতি তৈয়ব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের সাবজন প্রধান সহ শ্রমিক ইউনিয়নের নের্তৃবৃন্দ ও কর্মচারীরা।