চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুর বেলে মাঠপাড়ায় মুজিববর্ষে উপহার দেওয়া ভূমি ও গৃহ আশ্রায়নে থাকা ৪৭টি পরিবারের শিশুদের বিনেদনের জন্য শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই শিশুপার্ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এসময় তিনি বলেন প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সারা বাংলাদেশে একটি ভৃমিহীন পরিবার যেন বাদ না পড়ে। বর্তমান সরকার ২ শতক জমি একটি পরিবারের জন্য বরাদ্দ করেছে। এখানে ঐ জমি রেষ্টিসহ সব খরচ প্রধানমন্ত্রী তহবিল থেকে ব্যায় করেছে। বর্তমান সরকারের অঙ্গিকার গৃহহীন থাকবে না একটিও পরিবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকৌশলী মোঃ খালিদ হোসেন, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস।