কেরুজ চিনিকলের ২০২৩-২৪ মাড়াই/রোপন মৌসুমে আখ সরবরাহ ও রোপনের গুনগত মানসম্পন্ন আখ রোপনে লক্ষ্যমাত্রা অর্জনে সিআইসি ও সিডিএদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় কৃষি বিভাগের জি এম কৃষি আশরাফুল আলম ভৃইয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর সুযোগ্যা ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় তিনি বলেন, আগামীতে আখ চাষ বাড়বে এবং কেরু এ্যান্ড কোম্পানি আগের মত ঘুরে দাঁড়াবে আপনাদের সহযোগীতা পেলে। আপনারা নিজ জায়গা থেকে প্রত্যকটি চাষীদেরদের সাথে যোগাযোগ রাখবেন এমনিতেই আখ চাষ বেঁড়ে যাবে। বর্তমানে কেরু এ্যান্ড কোম্পানী সার বীজ কীটনাশক কম দামে দিচ্ছে। তাই আগামীতে আখের মুল্য আরও বাড়বে সেই আলোকে চাষীরা আবার আখ চাষের দিকে ঝুকবে। তাই চিনকলটি টিকিয়ে রাখতে একসাথে কাজ করতে হবে। তাহলে চিনিকলটি সামনের দিকে এগিয়ে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়ের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মফিজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সিআইসি ও সিডিএ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডি জি এম মাহবুবুর রহমান।