দর্শনায় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক প্রার্থী জয়নাল আবেদীন নফরের সাংগঠনিক কার্যালয়ের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় দর্শনা কেরুজ গীর্জার পাশে অবস্থিত সাংগঠনিক কার্যালয়ের এ কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।
দর্শনা কেরুজ ডিষ্টিলারী বিভাগের আনারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক প্রার্থী জয়নাল আবেদিন নফর।
তিনি বলেন আমি নতুন প্রার্থী হলেও সকলে আমাকে চেনেন বা জানেন। আমি আপনাদের মাঝে এবার প্রার্থী হয়ে হাজির হয়েছি। আপনারা আমাকে নির্বাচিত করলে শ্রমিকদের স্বার্থে যা,যা করার দরকার আমি তাই করবো। শ্রমিক স্বার্থে আমি সবসময় আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমাকে পাশে পাবেন।
এ মিলে নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে আনবো এবং এ মিলের শ্রমিকরা বহুদিন ধরে চুক্তি ভিত্তিক হিসাবে কাজ করছে তাদের চাকুরী স্থায়ী করনের ব্যাবস্থা করবো। আমি ক্ষমতায় এলে শ্রমিকদের সবসময় পাশে থাকার চেষ্টা করবো।
পরিবহন বিভাগের শ্রমিক ইয়াসির আরাফাত মিলনে সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মিলহাউজের শ্রমিক শান্তি, অবসরপ্রাপ্ত শ্রমিক সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ।