দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ আব্দুর রাজ্জাকে গ্রেফতার করেছে।পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে অভিযান চালায় আকন্দবাড়িয়া গ্রামে।
এ সময় দর্শনা থানার এস আই আহম্মেদ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মুকুলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর। পুলিশ একটি ব্যাটারি চালিত পাখিভ্যান কে চ্যালেন্জ করে তল্লাসী শুরু করে।পরে পাখির ভ্যানের ভিতর থেকে অভিনব কায়দায় প্লাষ্টিকের কাগজে মোড়ানো ১ কেজি গাজাসহ দর্শনা পৌরসভার ঈঈশ্বরচন্দ্রপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) কে পাখিভ্যানসহ গ্রেফতার করে।
আজ তার বিরুদ্বে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।