দর্শনায় বাসস্ট্যান্ড থেকে চুরিকৃত ট্রাক ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে উদ্ধার করেছে ট্রাকের মালিকপক্ষ। গতকাল রোববার ভোরের দিকে ২জোড়া চাকা, ব্যাটারী ও তেলের ট্যাংকি খালি অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।
চুরিকৃত ট্রাকের মালিক দর্শনার সিকদার মটরসের সত্বাধীকারী হাবিবুর রহমান জানান, কোরবানী ঈদের দুইদিন আগে গত ৮ জুলাই ট্রাকটি দর্শনা বাসষ্ট্যান্ডের আরম মার্কেটের গ্যারেজে রাখেন।
সকলের অজান্তে গত বুধবার ১৩ জুলাই দিবাগত রাতে আন্ত:জেলা চোর চক্রের সদস্যরা ট্রাকটি চুরি করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালের দিকে ট্রাকটি যথাস্থানে দেখতে না পেয়ে সিসি টিভির ফুটেজ দেখে বুঝতে পারেন রাত ১২ টা ৪২ মিনিটের দিকে চোরেরা ট্রাকটি চুরি করে নিয়ে গেছে। অনেক খুজাখুজি করেও ট্রাকটির হদিস না পাওয়ায় ওই দিনই তিনি দর্শনা থানায় একটি জিডি করেন।
ট্রাক চুরি হওয়ার ৩ দিনের মাথায় গত শনিবার সন্ধ্যার দিকে একটি মোবাইল ফোন নম্বর থেকে বিল্লাল হোসেন নামে পরিচয় দিয়ে বলেন, ভাই আপনার কি কোন ট্রাক চুরি হয়ে গেছে, যার রেজিঃ নং ঢাকামেট্রো ট-২০-৭৮৭৬। ট্রাকটি ব্যাটারী ও চার চাকা খোলা অবস্থায় ফরিদপুর জেলার ভাঙ্গা-বরিশাল সড়কের একটি নির্রমানাধীন তেল পাম্পের অদুরে পড়ে আছে। এ খবর পেয়ে তিনি দর্শনা থানা পুলিশকে জানান। পরে ওই রাতেই তিনি পুলিশকে সাথে নিয়ে গতকাল ভোর সাড়ে চার টার দিকে চুরিকৃত ট্রাকটি উদ্ধার করা হয়। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
দর্শনা থানার ওসি এএইসএম লুৎফুল কবির চুরিকৃত ট্রাকটি উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, দর্শনা থানা এলাকায় একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি হওয়ায় এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।