দর্শনায় নানা আয়োজনে হিন্দু সম্প্রদায়ের উদ্দ্যেগে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় দর্শনা পুরাতন বাজার শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরের উদ্দ্যেগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালীটি দর্শনা পৌর শহরের প্রধান প্রধান সড়কসহ কেরুজ ক্যাম্পাস এলাকা প্রদিক্ষণ শেষে দর্শনা পুরাতন বাজার মন্দিরে এসে শেষ হয়। র্যালি শেষে ভক্তদের মাঝে প্রসাদ ও খাবার বিতরন করেন। এরপর সন্ধ্যায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কেক কাটা কির্তনীয়া অনুষ্ঠিত হয়। কির্তনীয়া গুশায় পুড়োপাড়ার পরিবেশনায় অশোক ও ডংকাপার্টির প্রধান মিঠুন পাল ও অসীম ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পুরাতন বাজার শ্রী,শ্রী দৃর্গা মাতা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার দেবনাথ, সাধারন সম্পাদক অনন্ত সান্তরা মঙ্গল, উপদেষ্টা দুলাল চন্দ্র দে, বিজয় কর্মকার, স্বরুপ দাস, মিল্টন কুমার সাহা, নির্মল দেবনাথ। এছাড়াও ছিলেন, সাধন অধিকারী, আশু বিশ্বাস, কাজল সাহা, কার্তিক সাহা, অমল পাল, দেবুতোষ বিশ্বাস, পল্টু শীল, সৈলেন সান্তরা সহ সংগঠনের নেতৃবৃন্দ।