দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পলাতক আসামী বিপ্লব (২১) নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিপ্লব দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইস,এম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের গোবিছাড়া মাঠের আবুল সামাদের আলুর ক্ষেতে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপ্লব নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও তার নিকট থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ফেলে রেখে যায়।
পরে পুলিশ উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।