দর্শনা থানা পুলিশের উদ্দ্যেগে আনছার সদস্যদের মাঝে কম্বল বিতরন অনষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডঙ্গা জেলা পুলিশের সহযোগিতায় চুয়াডঙ্গা পুলিশ সুপার আবদুল্লা আল মামুন এ কম্বল বিতরন করেন।
বুধবার ২৫ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে দর্শনা থানা পুলিশের আয়োজনে দর্শনা থানা চত্বরে এ আয়োজন করে।ইউনাইটেড বিজনেস ক্লাব লিমিডেট,ঢাকার সহযোগিতায় এ কম্বল বিতরন অনুষ্টানে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের সভাপতিত্বে প্রায় ১শ জনের আনছার সদস্যদের মাঝে কম্বল বিতরন করে।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপসস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। তিনি বলেন আমরা সব সময় মানুষের পাশে আছি।মানুষের সহযোগিতায় আমার দরজা সব সময় খোলা আছে।যে কোন সময় আমার সহযোগিতা পাবেন।
তিনি আরও বলেন পবিত্র কোরআনের সূরা আল-ইমরান আয়াত উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার বলেন, আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। পুলিশ জনগণের সেবক। জনগণকে সেবা দেয়া পুলিশের কাজ। শীত এসেছে আমরা সবাই শীত অনুভব করছি। তাই শীতকে ভাগাভাগি করে নিতে আজকের এই কম্বল বিতরণ , সুতরাং যেকোনো সামাজিক কাজে পুলিশ ও সাংবাদিক যারা আচেন তারা সকলকে ভালো কাছের নির্দেশ দিবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস, (দামুড়হুদা সার্কেল), দর্শনা থানার অফিসার ওসি (তদন্ত) আমানুল্লাহ আমান,ওসি (অপারেশন) নিরব হোসেন,এস আই টিপু সুলতান এস আই নিতিশ বিশ্বাস, এস আই সোহেল,এ এস আই হাফিজ, এ এস আই তুহিন,এ অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা থানার সেকেন্ড অফিসার আহম্মদ আলী বিশ্বাস।