দর্শনায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে দু’জন। এদেরকে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। এদের মধ্যে একজন শাপলা পরিবহন ও অপরজন মটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়।
জানাগেছে, বুধবার দুপুর দেড়টার দিকে জীবননগর অভিমুখ হতে একটি কাঠ বোঝায় পাওয়ারট্রিলার দর্শনার দিকে আসছিল। এসময় পাওয়ারট্রিলারটি দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া শেখ রাসেল স্মৃতি স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থানে পৌছালে একই অভিমুখ হতে দর্শনার দিকে আসা জিএস পরিবহন (যার নং-১৪-২৩৯২) নামের একটি বাস পিছন দিক থেকে পাওয়ারট্রলিকে ধাক্কা দেয়।
এতে পাওয়ারট্রলি চালক সাইদুর রহমান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়।
আহত পাওয়ারট্রলি চালক সাইদুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের শমসের আলীর ছেলে। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
অপরদিকে বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের ছেলে জিলার (১৬) নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে দর্শনায় আসছিল।
এসময় আকন্দবাড়িয়া ফার্মপাড়া কেরুজ জৈবসার কারখানা সড়কে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় চালক জিলার মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের গাছের সঙ্গে ধাক্কা দেয়।
এতে করে সে রক্তাক্ত জখম হয়ে মারাত্বক ভাবে আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়।