দর্শনায় প্রবীনদের মান উন্নয়নে শ্রেষ্ট প্রবীন ও শ্রেষ্ট সন্তানদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ ও প্রবীনদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় দর্শনা পুরাতন বাজার পৌর প্রবীন কমিটির কার্যলয় চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম।
দর্শনা পৌর প্রবীন কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, প্রবীন কমিটির সাধারন সম্পাদক হাজী আকমত আলী, ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধ কর্মকর্তা কামরুজ্জামান যুদ্ধ।
অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ট সন্তানদের মধ্যে সম্মাননা স্মারক গ্রহন করেন, ঝিনাইদহ ম্যাটসের অধ্যক্ষ ও দর্শনা মুক্তি ক্লিনিকের পরিচালক শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল ইসলাম সুমন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি হালসানা, এবং লাভলুর রহমানকে মা বাবাকে দেখ ভাল করার জন্য সম্মাননা স্বারক প্রদান করা হয়।
একই সময় ৫ জন শ্রেষ্ট প্রবীন প্রাক্তন শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন দর্শনা মেমনগর বি ডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুনাজির হোসেন, বদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজ সেবক হুমায়ন কবির,ও সিরাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন সাংবাদিক হানিফ মন্ডল।