দর্শনা জয়নগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ফেনসিডিলসহ খালেদুর রহমান ওরফে টিটো শেখ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে মাগুরা সদর উপজেলার নিজানান্দুয়ালী পূর্বপাড়ার আ. রশিদ হোসেনের ছেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে অন্য মাদক ব্যবসায়ীরা। এবিষয়ে দর্শনা থানায় ৫জনকে পালাতক আসামী করে ৬জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে থানার এসআই খাঁন আ. রহমান, এসআই সিহাব উদ্দিন, এএসআই আনোয়ারুল হক ও এএসআই মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনার সীমান্তবর্তী জয়নগর গ্রামের পশ্চিমপাড়াস্থ জামে মসজিদের পার্শ্বে পাকা রাস্তার উপর।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে খালেদুর রহমান ওরফে টিটো শেখ (২৯) নামের একট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর পিঠে ঝুলানো একটি কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে তল্লাসী চালিয়ে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন।
এসময় মাদক ব্যবসায়ীর দখল হতে রেজিষ্ট্রেশন বিহীন একটি লাল, কালো ও সাদা রংয়ের ১৬০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করেন।
এবিষয়ে পালিয়ে যাওয়া আরও ৫জনকে পালাতক আসামী করে দর্শনা থানায় ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন পুলিশ। পালাতক আসামী হলেন, মাগুরা সদর উপজেলার নিজানান্দুয়ালী গ্রামের মুজিবরের ছেলে মিলন (৩০), দর্শনা জয়নগর গ্রামের আজাদ আলীর ছেলে মাগরিব আলী (৪১), জলিলের ছেলে আ.রশিদ (৪০), আব্দুল করিম ওরফে কালুর ছেলে হেলাল উদ্দিন (৩৮) ও সাবেক কাউন্সিলর চান্দু মাষ্টারের ছেলে আব্দুল মান্নান (৪১)।