চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টার সময় দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের মোহাম্মদ রবিউল ইসলামের বাড়িতে অনুষ্ঠানটির আয়োজন করে “যুব ও নারী উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, যুব ও নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মোসাহেব কাক্কা। অনুষ্ঠানে দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক সচেতনতা মূলক বক্তব্যে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং সবাই কে এগিয়ে আসতে হবে তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব।
তিনি আরও বলেন বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা দেখা মাত্রই তার প্রতিবাদ করতে হবে। আমাদের দেশের নারীরা এখন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে,নারী এখন আর পিছিয়ে নেই।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল কাদের, ফয়সাল, নিলুফা, নাজমা সহ আরো অনেকে।