চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়িয়ার এলকার চিহ্নত মাদক সম্রাট আবুল কালাম কে ৫৪ বোতল ফেনসডিল সহ গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে গতকাল শনিবার রাত ১০ টার দিকে দর্শনা থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি মাহাবব্বুর রহমান কাজলের নেতৃত্বে এস আই আলমগীর কবির ও এ এস আই মামুন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আকন্দবাড়িয়া মুচি পাড়ার সোহরাবের কাঁঠাল বাগানে।এ সময় পুলিশ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমমপুর ইউনিয়নের দর্শনা থানার আকন্দবাড়িয়ার মৃত্য শামসুল হকের ছেলে মাদক সম্রাট আবুল কালাম(৪৫) কে সোহরাব হোসেনের কাঁঠাল বাগানের ভিতর থেকে ভারতীয় প্লাষ্টিকের বস্তা দিয়ে মোড়ানো ৫৪বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করে।
সে দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা ফেনসডিল বিক্রি করতো বলে এলাকাবাসি জানায়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং কিছুদিন আগে ৫০০ বোতল ফেনসডিল সহ ধরা পড়েছে বলে জনশ্রুতি রয়েছে।এ ঘটনায় এস আই আলমগীর কবির বাদি হয়ে আবুল কালামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। গতকালই তাকে চুয়াডাঙ্গা কোট হাজতে প্রেরন করেছে।