চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদুৎ পোলের সাথে ধাক্কা লেগে কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিরাপত্তা কর্মী আবু সিদ্দিক (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দর্শনা থানা পুলিশ আহত আবু সিদ্দিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু সিদ্দিক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত দাউদ মণ্ডলের ছেলে। তিনি কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ১০টার দিকে দামুড়ুহুদার কুড়ুলগাছি যাওয়ার পথে দর্শনা পুরাতন বাজার এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এসময় তিনি মারাত্নকভাবে আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেই। পরে দর্শনা পুরাতন বাজার থেকে দর্শনা থানা পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু সিদ্দীকের ছেলে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার বাবা রাত ১০ টার দিকে মোটরসাইকেলযোগে শ্যামপুর থেকে একই উপজেলার কুড়ুলগাছি যাচ্ছিল। আধাঘন্টা পর জানতে পারি আমার বাবা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে মারাত্নকভাবে আহত হয়েছেন। তিনাকে পুলিশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়েছে। হাসপাতালে নেয়ার আগেই আবার বাবা মারা গেছেন বলে জানতে পারি।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির।