চুয়াডাঙ্গায় এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।
এ মামলার প্রধান অভিযুক্ত ইমরান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ স্কুল ছাত্রীর বয়স নির্ধারনী ডাক্তারী পরীক্ষা এবং বিজ্ঞঃ আদালতের বিচারকের নিকট ২২ ধারায় জবানবন্দি করানো হবে বলে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ১০ম শ্রেণীর ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় একই গ্রামের গাঙেরধার পাড়ার হাবিবুর রহমানের ছেলে ইমরান হোসেন স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়।
এঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে দর্শনা থানায় ইমরান, তার বাবা ও দু’চাচার নামে অপহরণের অপচেষ্টার মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ মামলা দায়েরের পরপরই প্রধান আসামী ইমরান হোসেনকে বিকালের দিকে গ্রাম থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ইমরানকে আদালতে সােপর্দ করা হয়েছে। ছাত্রী দর্শনা থানায় মায়ের হফাজতে অবস্থান করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন্ত বিশ্বাস বলেন, আজ শুক্রবার ছাত্রীর বয়স নির্ধারণী ডাক্তারী পরীক্ষার পাশাপাশি আদালতের নিকট ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য উপস্থিত করা হবে।