আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। এই সিরিজকে সামনে রেখে দুই বহরে ইংল্যান্ডে যায় ক্রিকেটাররা। আইপিএলের জন্য দেরিতে দলের যোগ দেন লিটন দাস ও মুস্তাফিজ রহমান। এবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
শুক্রবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা চেমসফোর্ডে পৌঁছেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব। আর তাই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলেন সাকিব। এরপর বাব-মায়ের সঙ্গে মাগুরায় ঈদ উদযাপন শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব।
সেখানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে প্রায় ১২ দিন কাটিয়ে অবশেষে চেমসফোর্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ৯, ১২ এবং ১৪ মে। ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে হবে সিরিজের সবগুলো ম্যাচ।
আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।
সূত্র: ইত্তেফাক