দামুড়হুদার চারুলিয়া গ্রামে সার ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চারুলিয়া গ্রামের পুলপাড়া এলাকার মৃত নজরুল মাষ্টারের ছেলে শওকত আলী(৬০)।
শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়ির সাথে সার ও কীটনাশকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী শওকত আলীর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোডাউনে বৈত্যতিক তার ছিড়ে আগুন লাগতে পারে। শুক্রবার ভোর ৪ টার দিকে প্রথমে স্থানীয় এলাকাবাসীরা দেখতে পান। ততক্ষণে এক ঘন্টা ধরে আগুন জ্বলে পুড়ে গিয়েছিল বলে জানানো হয়। এসময় মসজিদে যাওয়া মুসল্লী ও প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সার ও কীটনাশকের পুরো সার, বীজ ও কীটনাশকের গোডাউনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ শওগত আলী কান্না জড়িত কণ্ঠে জানান,আমার দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় পাঁচ লাখ টাকা,হিসাব খাতাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, আমি শেষ। আমার আর পুঁজি বলতে আর কিছুই রইল না। এই দোকানের কামাই রোজগার দিয়েই সংসার ও সন্তানের লেখাপাড়ার খরচ চালাতাম। এখন কি হবে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমি খবর পাওয়া মাত্রই পুড়ে যাওয়া ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার জন্যে সর্বাত্বক চেষ্টা করছি। তিনি আরো বলেন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।