দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে জীবন দক্ষতা ও আয় বৃদ্ধিমূলক রিফ্রেসার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯ টার দিকে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা রিসো’র বাস্তবায়নে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মাঝেরপাড়া পায়রা সংঘ ক্লাবে।
দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) ২০২১/২২ চক্র, ভিজিডি উপকারভুগী সদস্যদের নিয়ে জীবন দক্ষতা ও আয় বৃদ্ধিমূলক রিফ্রেসার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন, রিসো’র ফিল্ড ট্রেনার মিনারুল ইসলাম। তিনি বলেন, জীবন দক্ষতার উপর প্রশিক্ষণ হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, মা ও শিশু স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন, এবং এইচআইভি-এইডস সম্পর্কে সচেতন করা। অপরদিকে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ হচ্ছে, গরু ও ছাগল পালন, দেশি মুরগি হাঁস পালন, উদ্যোক্তা উন্নয়ন, বাড়ির পাশে সবজি চাষ বিষয়ে উদ্বুদ্ধকরণ।
এ ট্রেনিং গুলো পূর্ণাঙ্গ ট্রেনিং হিসেবে পূর্বে অনুষ্ঠিত হয়েছে। যার কারণে আজকে উক্ত বিষয়ের উপর মাসিক রিফ্রেসার্স ট্রেনিং করানো হলো। উপকারভুগী ভিজিডি সদস্যদের উপস্থিতিতে উক্ত রিফ্রেসার্স ট্রেনিং করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য রিকাত আলী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা সিনিয়র সহ-সভাপতি রাসেল শাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।