দামুড়হুদার পাটাচোরা গ্রামের চুল ব্যবসায়ী আরিফুল ইসলামের ব্যবসায়ীক টাকা নিয়ে লাপাত্তা হয়েগেছে পাটনার লিটন আলী। এঘটনায় ভুক্তভোগী আরিফুল ইসলাম বাদী হয়ে
অভিযুক্ত লিটন আলী সহ ৫জন পাটনারের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী আরিফুল ইসলাম দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, দেড় বছর পূর্বে দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের আরিফুল ইসলামের নিকট চুল ব্যবসায়ীক পাটনার উপজেলার কোমরপুর গ্রামের হায়াত আলীর ছেলে লিটন আলী(৩০) ৩১লাখ ৩২হাজার টাকা নেন। ওই সময় ওই টাকা দিয়ে লিটন আলী চুল কিনে তা থেকে লাভ করে। আমি আমার মূল টাকা বাদে ব্যবসায়ীর লভ্যংশের অধেক টাকা চাইলে সে বলে ব্যবসা বড় হোক তারপর দেবো। এক পর্যায়ে আমার মুল টাকা সহ লভ্যংশের পরিমাণ হয়ে দাড়ায় ৬০লাখ। ওই সময় আমি জানতে পারি আমি বাদে আরো ৫জন সাইড পাটনার নিয়ে সে ব্যবসা পরিচালনা করছে। লিটন অন্যান্য বিবাদীদের প্ররোচনায় সে আমাকে টাকা ফেরত দিতে বিভিন্ন ভাবে কালক্ষেপন করতে থাকে। একপর্যায়ে আমার টাকা ফেরত দিবে না বলেও সাফ সাফ জানিয়ে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
আমি নিরুপায় হয়ে বিবাদীগণের পরিবারের সদস্যদের কে বিষয়টি জানাতে গেলে বিবাদীগণ আমাকে গালিগালাজ সহ বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। গত চারদিন যাবদ অভিযুক্ত ১নং লিটন আলী, ৪নং বিবাদী কুতুবপুর গ্রামের হায়াত আলীর ছেলে হাসান আলী ও ৬নং বিবাদী দেউলী গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল হাসান আত্মগোপনে রয়েছে। এমন অবস্থায় আমি আমার পাওনা টাকা ফিরে পেতে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।