দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান দেলোয়ারা খাতুনের বিরুদ্ধে একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা কুৎসা রটনার অভিযোগ উঠেছে।
জানা গেছে সোমবার অজানা অতিথি নামের ফেসবুকে একটি ফেক আইডি খুলে তাতে কার্পাসডাঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান ৫,৮,৯ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার দেলোয়ারা খাতুনের ছবি ব্যাবহার করে তার বিরুদ্ধে আপত্তিকর মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অপ্রচার করা হয়েছে।
দোলোয়ারা মেম্বার জানান আমি বিষয়টি দেখার পরে আমার পরিষদের চেয়ারম্যান সাহেব ও মেম্বারগনকে অবহিত করেছি। সেই সাথে আমি একটা কথা বলতে চাই আমার বিরুদ্ধে ফেসবুক আইডিতে যা লেখা হয়েছে তা আমার সম্মানহানী ও সমাজে হেয়প্রতিপন্ন করা হয়েছে।আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে সেই কুলাঙ্গার আমার বিরুদ্ধে আজেবাজে পোস্ট করছে।দেলোয়ারা মেম্বার ওই আইডির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সহ থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। আমার যে সম্মানহানী করেছে তার কোন ছাড় নেই।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃকরিম বিশ্বাসের সাথে কথা বললে তিনি জানান আমার পরিষদের মেম্বারের নামে মিথ্যা অপপ্রচার করা হবে মানহানী করা সেটা আমি কোনভাবেই মেনে নেবোনা।আমি দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেবের সাথে কথা বলে আইনগত যা যা ব্যাবস্থা নেবার তা নেবো।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইমরানের সাথে কথা বললে তিনি জানান দেলোয়ারা মেম্বার আমার কাছে এসেছিলো আমি থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। জিডি করলে তার তদন্তে এর মূল হোতা বেরিয়ে আসবে।