দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা হতে কুমারীদহ গ্রাম অভিমুখে রাস্তা ফ্লাটসোলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু প্রধান অতিথি হিসেবে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন।
জেলা পরিষদের অর্থায়নে জয়রামপুর কাঁঠালতলা হতে কুমারীদহ গ্রাম অভিমুখে ২৫ লাখ টাকা ব্যায়ে ৫১৩ মিটার রাস্তা ফ্লাটসোলিং হবে।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনিার্মাণের বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, আপনাদের চলাচলের সুবিধার জন্য যে রাস্তা নির্মাণ করা হচ্ছে তা চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর মহাদয়ের জেলা পরিষদের মাধ্যমে অর্থায়ন করা হলেও এ টাকা আমারও না এমপি সাহেবেরও না। এ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনারা প্রধানমন্ত্রীর জন্য বেশী বেশী দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান প্রকৌশলী মোছা. আনিছা খানম, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, ঠিকাদারী প্রতিষ্ঠান সাদিক এন্টার প্রাইজের স্বত্তাধিকারী আব্দুল-আল-কাইয়ুমসহ স্থাানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাবুল আক্তার।