দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার লবিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সরকার প্রদত্ত বিভিন্ন ভাতা যাচাই-বাছাই কমিটিতে লোকমোর্চার প্রতিনিধি যুক্তকরণে সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের সামাজিক সুরক্ষা কর্মসুচির আওতায় সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি ইমতিয়াজ হোসেন। এসময় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক মো হযরত আলী ।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী আনিসুর রহমান, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী জোয়ার্দার, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি জোনাব আলী, দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী ইছা খাঁ, যুগ্ন সাধারণ সম্পাদক হাসিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের মেম্বার সামসুল ইসলাম, মতিয়ার রহমান, মহিলা মেম্বার শাহানাজ খাতুন, দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, সদস্য আ:খালেক ও সাইদুর রহমান টোকন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে, চেয়ারম্যান মো হযরত আলী লোকমোর্চার প্রতিনিধিদের ভাতা প্রদান যাচাই-বাছাই কমিটিতে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি আরও বলেন, দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি-সম্পাদক বেশ কয়েকটি সভায় অনুপস্থিত যা পরপর কয়েকটি সভায় বক্তারা উল্লেখ করে বক্তব্য রেখেছেন। যার ফলে কার্যক্রম ব্যাহত হচ্ছে। লোকমোর্চার গঠনতন্ত্র অনুযায়ী আগামী সভায় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন।