দমুড়হুদায় উপজেলা আইন শৃঙ্খলা, চোরাচালান, সন্তাস ও নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২ টার দিকে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাফুজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, উপজেলা সমাজ সেবা অফসার সাঈদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ মতিন, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ কামাল উদ্দিন, দামুড়হুদা মডেলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, দর্শনা মডেল থানার ওসি (তদন্ত) আমান উল্লাহ আমান, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমার।
দামুড়হুদা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামউপজেলা আনসার ও জিডিপি কার্যালয়ের প্রশিক্ষক রাফেজা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হয়রত আলী, হাউলি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, পারকৃষ্টপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড সুপার ভাইজার মারিয়া মাহবুব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,বিজিবি প্রতিনিধি সহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা, চোরাচালান, সন্তাস ও নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় । এসময় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয় তুলে ধরে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।