জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাঁঠাল তলায় চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নূর হাকিম এর ঈগল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি সবাইকে নিয়ে একটা অংশগ্রহণ মূলক নির্বাচন চান। যার কারনে এবারের নির্বাচনে সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। আমি যদি এমপি হতে পারি তাহলে এমপি হয়ে নয় সেবক হয়ে চুয়াডাঙ্গা ২ আসনের মানুষের বেকার সমস্যা দূর করা হবে। একজন এমপি কে কোটি কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। আমি চুয়াডাঙ্গা ২ আসনের বেকার জনগোষ্ঠীর কাজের ব্যবস্থা করবো। এই আসনে কেউ বেকার থাকবে না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার সাধারণ জনগণের জন্য প্রচুর পরিমানে বাজেট দেয়। প্রচুর ভাতা প্রদান করা হয়। সরকার এতো পরিমানে মানুষের জন্য বরাদ্দ দেয় যে, সঠিক ভাবে যদি তা মানুষের মাঝে দেওয়া হতো তাহলে মানুষের কষ্ট থাকতো না। এসব না করে মানুষকে অন্ধকারে রাখা হয়েছে। সংসদ সদস্য হতে হলে দেশপ্রেম থাকা লাগে। প্রতারণা করার জন্য আমি আপনাদের সামনে আসিনি। আপনারা যদি বেকার এলাকা মুক্ত চান, আপনারা যদি প্রতারণা মুক্ত এলাকা চান তাহলে আমার ঈগল মার্কায় ভোট দিয়ে এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নূর হাকিম এর ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঈগলের হাউলী ইউনিয়ন নির্বাচনী অফিসের উদ্যগে কাঁঠাল তলায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি শুরু হলে কিছু ক্ষনের মধ্যে তা জনসভায় পরিনত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, হাউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে আসা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতাকর্মী ও ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।