দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমানা আফরোজ রিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইকতিয়ার উদ্দিন,অবিভাবক সদস্য ও হাউলী ইউনিয়ন শাখা যুবলীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতাহ,অবিভাবক সদস্য,মোঃ জামাল, মোসাম্মৎ ময়না খাতুন, মোছাম্মৎ চম্পা খাতুন ও হাউলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম- আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম রায়হান সহ ছাত্র ছাত্রী বিদ্যালয় শিক্ষার্থীদের মায়েরা।
এসময় উপস্থিত অতিথিরা বলেন মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।