দামুড়হুদা দুধপতিলা কওমী মাদ্রাসা ও এতিমখানা নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দুধপাতিলা গ্রামের মোকাম তলায় ‘দুধপাতিলা কওমী মাদ্রাসা ও এতিমখানা’র শুভ উদ্বোধন করা হয়।
২০২১-২২ অর্থ বছরের নির্ধারিত মূল্য ৪ লক্ষ টাকা, চুক্তি মূল্য ৩ লক্ষ ৮০ হাজার টকায় ১৫ টি কলম বিশিষ্ট ৬০ ফিট/২৮ ফিট ৩ তালা ভবনের কাজ করছেন মেসার্স রাহিব ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে।
ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের আমলে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা এতিমখানার ব্যাপক উন্নয়ন হয়েছে। অসংখ্য স্কুল কলেজ হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বর্ননা করেন। যা বিগত কোন সরকারের আমলেই হয়নি।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রকৌশলী মোছা: আনিছা খানম, উপসহকারী প্রকৌশলী মো: রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ছাবের আলী, দুধপাতিলা কওমী মাদ্রাসা ও এতিমখানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহাজান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।