দামুড়হুদায় গভীর রাতে বিভিন্ন বাজারে নাইট গার্ড ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ। গতকাল রবিবার দিনগত গভীর রাতে তিনি এই কম্বল বিতরণ করেন।
জানাগেছে চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, শুরু হয়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও তীব্র শীতে দামুড়হুদা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ গভীর রাতে উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন।
এসময় তিনি উপজেলার বিভিন্ন বাজারের নাইট গার্ডদের নিজের হাতে কম্বল জড়িয়ে দেন এবং বাজারে ছিন্নমূল রাত্রি যাপনকারী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম।