দামুড়হুদা মডেল থানা পুলিশের আয়োজন ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানা এলাকার রাজনৈতিক, জনপ্রতিনিধি ও জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সকাল ১১ টার দিকে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার দামুড়হুদা- জীবননগর সার্কেল মুন্না বিশ্বাস।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হয়রত আলী,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,ওসি তদন্ত আব্দুলা আল মামুন, ওসি অপারেশন মোল্ল্য সেলিম, গণমাধ্যম কর্মী,রাজনৈতিক ব্যাক্তি, স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন এলাকার জনসাধারণ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, কিশোর গ্যাং, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় বক্তারা সকলে বলেন,পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার প্রত্যয় নিয়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথ মাদক নিমূলে আইনশৃঙ্খলার পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধি সহ সর্বসাধারণকে এগিয়ে আসতে হবে জানিয়ে উপস্থিত সকলকে বলেন,মাদক ব্যবসায়ী,কিশোর গ্যাং ও সন্তাসী কর্মকাণ্ডসহ কোন ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।আজ বিট পুলিশিংয়ের মাধ্যমে ছোটখাটো সামাজিক বিরোধ প্রাথমিকভাবে নিষ্পন্ন করা হচ্ছে ফলে গুরুত্বর অপরাধ সংঘটনের সম্ভাবনা হ্রাস পাচ্ছে। তাই ইভটিজিং, যৌতুক, বাল্যবিয়ে ইত্যাদি সামাজিক সমস্যা নিরসন জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করা অতিব জরুরি।