দামুড়হুদার উপজেলার সদর ইউনিয়নের উজিরপুর গ্রামের মোল্লাপাড়ার দিন মজুর বকুল উদ্দীনের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
দিনমজুর বকুল উদ্দীন দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের মৃত মফিজ উদ্দীনের ছেলে। জানাগেছে, প্রতিদিনের ন্যায় দিনমজুর বকুল উদ্দিন গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে তার কালো রংয়ের আস্ট্রলিয়ান গাভী ও লাল রংয়ের বাছুর
গরুটি গোয়ালে রেখে ঘুমাতে যায়।
রাত তিন টার দিকে ঘুম ভেঙ্গে গেলে গোয়ালের দরজা খোলা দেখতে পাই। পরে গোয়াল ঘরে গিয়ে দরজার সেকল কাটা ও গরু দুটি গোয়ালে নেই। দিনমজুর বকুলের ডাক চিৎকারে পাড়া প্রতিবেশী ছুটে আসে।
পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় গ্রাম সহ আশে পাশের এলাকায় ওই রাতেই খোঁজাখুজি করে গরু দুটির কোনো সন্ধান পায়নি।
দিনমজুর বকুল উদ্দীন জানান, আমি দিনমুজরি করে ও এনজিও থেকে ঋণ দিয়ে দুবছর আগে অনেক কষ্টে একটি আস্ট্রলিয়ান গাভী গরু কিনি।
গাভী গরুটি প্রতিদিন ৮ থেকে ১০ কেজি করে দুধ দিত। কয়েক মাস আগে গাভীটি একটি লাল রংয়ের এড়ে বাছুর দেয়। গাভী ও এড়ে বাছুরটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা।