দামুড়হুদা উপজেলার কোমরগাড়ির মাঠ থেকে একটি বাঘ আকৃতির অসুস্থ মেছোবাঘ আটক করেছেন স্থানীয়রা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ১২ টা দিকে দামুড়হুদা ব্র্যাক অফিস সংলগ্ন কোমরগাড়ি মাঠের ধানক্ষেত থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের বেগোপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে শাকিল হোসেন কৃষি কাজ করতে মাঠে জান। সেখানে সে বাঘ আকৃতির একটি প্রাণী দেখে বাঘ ভেবে ভয় পেয়ে কৃষি কাজ ফেলে মাঠ থেকে ব্র্যাক মোড়ে আসেন। সেখানে স্থানীয়দের মাঝে শাকিল বিষয়টি জানালে বেগোপাড়ার মাধব মালিথার ছেলে তাহাজ্জত হোসেন ও মৃত. আব্দার আলির ছেলে সামসুল আলম শাকিল হোসেনকে নিয়ে দ্রুত তাঁদের ধানক্ষেতে গেলে একটি অসুস্থ অবস্থায় মেছোবাঘ উদ্ধার করেন। উদ্ধারকৃত বাঘটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
পরবর্তীতে দামুড়হুদা উপজেলা বন বিভাগকে খবর দিলে বন বিভাগের বাগান সহকারী হুমায়ুন আহমেদ মেছোবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রে নেন। বাঘটি বর্তমানে চিকিৎসাধীণ অবস্থায় রয়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান জানান, প্রাণী টা দেখতে বাঘ আকৃতির হলেও এটা আসলে বাঘ নয়। এ প্রাণীটাকে মেছোবাঘ বলা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই স্থানে আরো একটি বাঘ থাকতে পারেন। সম্ভবত দুইটি মেছোবাঘ মারামারি করে দুর্বল হয়ে যাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে। এ ধরনের প্রাণীর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম।