দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রাম এলাকা থেকে ৪.৫৩৩ কেজি (৩৮৮ ভরি) ওজনের ভারতীয় রুপার গহনা পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে সীমান্তের দুই কিলোমিটার অভ্যান্তর থেকে মোটরসাইকেলসহ গহনা জব্দ করা হয়।
বিজিবি জানায়,জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মধ্যে দিয়ে ভারতীয় রুপা পাচার করা হবে। এমন তথ্যর ভিত্তিত্বে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৪-আর থেকে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের মেইন রাস্তার পূর্ব পার্শে অবস্থান করে।
এসময় সকাল ৬টার দিকে দর্শনা অভিমুখে মোটরসাইকেলযোগে ২জনকে যেতে দেখলে বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশী করে তেলের ট্যাংকির ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪.৫৩৩ কেজি (৩৮৮ ভরি) ওজনের ভারতীয় তৈরী রুপার গহনা জব্দ করা হয়।
নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছে। ভারতীয় রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।