দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে প্রচুর মাদকদ্রব্য আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গত এক সপ্তাহ ধরে দর্শনা, বারাদী, সুলতানপুর, ফুলবাড়ি, মুন্সিপুর, ঠাকুরপুর ও বড়বলদিয়া সীমান্ত থেকে বিজিবি জোয়ানরা প্রচুর পরিমান মাদকদ্রব্য আটক করা হয়।
চুয়াডাঙ্গা-০৬ বিজিবি ব্যাটেলিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০০ বোতল ভারতীয় মদ, ০৯ কেজি গাঁজা, ১ কেজি ৯৬৫ গ্রাম চান্দি রুপা, ৩টি মোটর সাইকেল, ৩ হাজার ৮৬০ প্যাকেট সিগারেট, ৩০ বোতল জুস এবং ৫ হাজার পাতা জন্ম বিরতিকরণ ট্যাবলেট আটক করে বিজিবি। যার মুল্যে নিধারণ করা হয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ৯০০ শত টাকা।
আটককৃত মালিক বিহীন এসব চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা-০৬ বিজিবি পরিচালক।