চুয়াডাঙ্গা জেলার বৃহৎত্তম ডুগডুগী পশুহাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক গরু ব্যবসায়ী। তৎক্ষণাৎ জনগণের হাতে আটক হয় অজ্ঞান পার্টির এক সদস্য। পরে অজ্ঞান পার্টির সদস্যকে দামুড়হুদা মডেল থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। অজ্ঞান পার্টির খপরে পড়া গরু ব্যবসায়ী নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশার পাড় গ্রামের রেজু মিয়া ছেলে জসীম উদ্দীন(৩৮)।
আটকৃত প্রতারক ঝালকাঠি জেলার রাজাপুর থানার মোল্লাহাট গ্রামের মৃত কাসেম মিঞার ছেলে বাচ্চু মিয়া (৫৫)। গতকাল সোমবার বেলা সাড়ে বারোটার সময় এই ঘটনা ঘটে।
জানাযায়, সামনে কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালী জেলার সেনাবাগ থানার কেশার পাড় গ্রামের রেজু মিয়া ছেলে গরু ব্যবসায়ী জসীম উদ্দীন গরু ক্রয় করার উদ্দেশ্যে ডুগডুগি পশুহাটে আসে। পশুহাটের পাশে একটি চায়ের দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে বসে পরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। অল্পের জন্য টাকা খাওয়া যেতে রক্ষা পায়। এমন ঘটনা দেখতে পেয়ে অন্য গরু ব্যবসায়ীরা অজ্ঞান পার্টির সদস্য ঝালকাঠি জেলার রাজাপুর থানার মোল্লাহাট গ্রামের মৃত কাসেম মিঞার ছেলে বাচ্চু মিয়াকে আটক করে। পরে গণধোলাই দেয়।খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক।
পরে জিয়াউল হক ভুইয়া বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে জানান অজ্ঞান পার্টির এক সদস্য কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাকি সদস্যদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।