দামুড়হুদায় উপজেলা প্রশাসন জরুরী বৈঠক করে ডুগডুগি পশুহাট সহ উপজেলার সকল পশুহাট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছেন। হাট ইজারাদার সহ সংশ্লিষ্ট সকলকে সকলকে উক্ত আদেশ মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় বর্তমানে করোনাভাইরাসের সবচেয়ে ঝ্ুঁকিপূর্ন এলাকা হিসাবে চিহ্নিত হওয়ার পরও চালু ছিলো দক্ষিণ-পশ্চিম অন্চলের সর্ববৃহৎ ডুগডুগি পশুহাট সহ বেশ কয়েকটি পশুহাট। এসকল পশুহাট গুলোই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতি।
এতো ঝ্ুঁকিপূর্ন হওয়া সত্বেও প্রশাসনের পক্ষ থেকে পশুহাট বন্ধের কোন ঘোষনা করা হয়নি। এলাকাবাসী সহ সুধি মহলে চলেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই কানাঘুষো করে বলেছেন পশুহাট গুলো কি করোনাভাইরাস মুক্ত! অপরদিকে দামুড়হুদা উপজেলায় করোনাভাইরাস মহামারি আকার ধারন করেছে।
ইতিমধ্যে সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ও পারকৃষ্নপুর মদনা ও কুড়ুলগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামকে লকডাউ ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন। করোনাই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। কঠোর নজরদারী রেখে চলেছে প্রশাসন। রাস্তায় রাস্তায় গাছের গুড়ি ফেলে ও বাঁশ বেঁধে দেয়া হয়েছে ব্যারিকেড। স্বাস্থ্য বিধি মেনে চলতে মাইকে প্রচার চালানো হচ্ছে। গ্রামে গ্রামে ক্যাম্প বসিয়ে করোনার নমুনা সংগ্রহ চলছে। সকলের মুখে মুখে চলছে দামুড়হুদা উপজেলা প্রশাসনের প্রশংসা।