বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র আয়োজনে দামুড়হুদায় কোভিড -১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল বেলা ১২ টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র আয়োজনে ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহযোগিতায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার- ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। সেমিনারে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে খাদ্যের ভেজাল ও দূষণ রোধকল্পে মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনারে ভিডিও ফুটেজ এর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, রান্না, বিক্রয়, রপ্তানী, ভোক্তা অধিকার আইন ইত্যাদি বিষয়ে ডিসপ্লে প্রদর্শন করা হয়।
খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার সানোয়ার হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা জামান মোহাম্মদ শুভ, সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুন্নবী, হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন।
খাদ্যের নিরাপত্তা শীর্ষক অনুষ্ঠিত সেমিনারটির উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিরাপদ কর্তৃপক্ষের অফিসার।