দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরী গ্রামে জায়গা জমির বিরোধ নিয়ে একই গ্রামের ব্যক্তিদের হাতে ওজন মাপা কেজি বাটখারার আঘাতে পিতা পুত্র আহত। আহতরা হলেন কালিয়াবখরী গ্রামের আঃ রশিদ এর ছেলে সাগর (২৩) ও মৃত তমেজ উদ্দিনের ছেলে আঃ রশিদ (৫৩)।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিয়াবকরী বাজারে এই ঘটনা ঘটে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় মাজেদা বেগম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরী বাজার সংলগ্নে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে বাজারে অত পেতে ছিল। এ সময় আহত সাগর বাজার করতে আসলে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্রামের কালু মন্ডলের ছেলে বিল্লাল হোসেন (৫৩), মৃত জিনারুল ইসলামের ছেলে বাঁধন (২১), আলী হোসেনের ছেলে শাহাজান (৩৪), ও মৃত ধোনা মালিতার ছেলে ফিজু (৫০) সবাই মিলে সাগরকে অতর্কিত ভাবে মার পিট শুরু করে।
একই বাজারে তখন সাগরের পিতা আব্দুর রশিদ উপস্থিত ছিল। মারপিট দেখে ছেলেকে বাঁচাতে সে ছুটে আসলে তাকেও বেদম ভাবে মারপিট করে। এক পর্যায়ে ওজন মাপার কেজি বাটখারা দিয়ে পিতা এবং পুত্রের মাথায় আঘাত করে, এ সময় তারা মাটিতে লুটিয়ে পড়লে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে সাগরের মা এবং আব্দুর রশিদের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।