দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন দামুড়হুদা উত্তর চাঁদপুর গ্রামের শওকত আলীর ছেলে মুন্নাফ আলী (৪০), নাজমুলের স্ত্রী ময়না খাতুন (২৫), শওকত আলীর স্ত্রী হারিছন (৬০), লিটনের স্ত্রী নাহিদা খাতুন (২৫)।
দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা সদর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের শওকত আলীর ছেলে মুন্নাফ আলী দোকান হতে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আলফার ছেলে ইসরাফিল, জাহাঙ্গীর, আলম ও আলমের ছেলে মিরাজুল, জাহাঙ্গীরের ছেলে সাদিকুর, হঠাৎ বাঁশের লাঠি, লোহার শাবল, রামদা দিয়ে মারপিট করতে থাকে।
পরে পরিবারের লোকজন মুন্নাফ কে বাঁচাতে এগিয়ে আসলে নাজমুলের স্ত্রী ময়না খাতুন ,শওকত আলীর স্ত্রী হারিছন , লিটনের স্ত্রী নাহিদা খাতুনকে বেধড়ক পিটাতে থাকে। এমতাবস্থায় তারা রক্তাত ভাবে রাস্তার উপরে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে লিটন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেক বলেন, উত্তর চাঁদপুর গ্রামে একটি মারামারি ঘটনা ঘটেছে। লিটন আলী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দূরত্ব ব্যবস্থা নেওয়া হবে।