দামুড়হুদায় প্রতিপক্ষের লোকজন মহিউদ্দিন ছেলে ছানোয়ারুল নামের এক ব্যক্তির জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
জানাগেছে, গতকাল শুক্রবার বেলা ১১ দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। জমির মালিক মহিউদ্দিনের ছেলে ছানোয়ারুল জানান, কুড়ুলগাছির ধান্যঘরার বাগান মাঠ এলাকায় ২ কাটা জমি বাপ দাদার জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে শান্তিপূর্নভাবে চাষবাদ করছি ।
কিন্ত একই মাঠের পাশের জমির মালিক গনি মিস্ত্রির ছেলে প্রভাবশালী আসাদুল মিস্ত্রি(৫৪),ও এবং মোশারফ মিস্ত্রির ছেলে কামাল মিস্ত্রি (৩৮) ও জাকির মিস্ত্রি (৩৫), সাত্তার মিস্ত্রির ছেলে সবেদারমিস্ত্রি(৪০) সহ অজ্ঞাত ৪/৫ জন বেশকিছুদিন ধরে মহিউদ্দিনের ছেলে ছানোয়ারুল কাদির জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল। গত সোমবার সন্ধ্যার সময় ছানোয়ার তার জমি দেখে বাড়ি ফেরার সময় আসাদুল মিস্ত্রি গং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার জমি জোর পুর্বক দখল করার চেষ্টা করে ও জমির বেড়া তুলে ফেলে দেয় এসময় ছানোয়ারুল বাঁধা দিলে তাকে মারধর করে কাটতে যায় সে সময় কৌশলে পালিয়ে আসে ছানোয়ার।
তারাই জের ধরে শুক্রবার বেলা ১১ টার আবারো আসাদুল মিস্ত্রি রহমানসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার জমি পুনরায় জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাঁধা প্রদান করলে প্রতিক্ষের লোকজন ছানোয়ারকে অস্ত্রশস্ত্র দিয়ে ধাওয়া করে।
ছানুয়ারুলের -চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিক্ষের লোকজন চলে যায়। পরে নিজে বাঁচার জন্য আসাদুল মিস্ত্রি নিজের জমির আলের ধারে থাকা ছোট ছোট মেহগনি চারা গাছ বহুলোকের সামনেই গাছগুলো কেটে প্রতিপক্ষকে ফাঁসাতে চাচ্ছে।
এ বিষয়ে দর্শনা থানার এএসআই তুহিন জানান, এজমি নিয়ে কোর্টে মামলা চলছে কোর্টের রায় না হওয়া পর্যন্ত কেউ জমিতে যেতে পারবে না। এবং তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।