দক্ষিন পশ্চিমাঞ্চলের জনপ্রিয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টার সময় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দামুড়হুদা অফিসের আয়োজনে অফিস কক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার নবাগত ওসি তদন্ত শেখ মাহাবুবুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মো: মনিরুজ্জামান ধীরু।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি মেহেদী হাসান মিলন, সাংবাদিক বিল্লাল হোসেন, দৈনিক জনতার ইশতেহার পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি রাজু আহাম্মেদ, সাংবাদিক মিরাজ রায়হান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার হাউলী প্রতিনিধি আনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর বলেন, দেশের যেকোনো উন্নয়নমূলক কাজ বা ভালো-মন্দ এবং সম্ভাবনা সবকিছুই আমরা সাংবাদিকদের লেখনির দ্বারা পত্রিকার মাধ্যমে দেশের মানুষ সবকিছু জানতে পারে। তাই সাংবাদিক এবং সংবাদপত্র দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আমরা যারা আইনের লোক আছি তারা সব সময় চাই সাংবাদিকদের মাধ্যমে সংবাদপত্রে যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হয়। আপনারা কেউ ভুল তথ্য দিয়ে কোন সংবাদ পরিবেশন করবেন না। আমি দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সাংবাদিক পুলিশ আমরা ভাই ভাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করবো, আজ দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক আমাদের সকলের প্রত্যয়।