দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের ফসলি জমির উপর দিয়ে রেল লাইন স্থাপন না করার দাবীতে গ্রামবাসী একত্র হয়ে কৃষি জমি বাঁচাতে মানবন্ধন করেন।
জানা যায়, গত পরশু বেলা ১১ টার সময় দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামবাসীর পক্ষে নুরআলী, মাহবুব, আঃ রফিক, আঃ রহমান, আঃ হাকিম, পিন্টু, আমিনুল, আঃ রাজ্জাক, মুরশিদসহ গ্রামের সকলে তাদের তিন ফসলি জমি রক্ষার্থে নাপিতখালি মরাগঙ্গ মাঠ দিয়ে রেল লাইন স্থাপন না করার জন্য এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নাপিতখালি একটি কৃষি প্রধান গ্রাম। গ্রামের প্রায় ৪ কিলোমিটার লম্বা তিন ফসলি জমি। গ্রামটির দক্ষিণ দিকে রয়েছে শত শত বিঘা
ত্রি-ফসলি জমি যা ৫ হাজার মানুষের সবজির চাহিদা পূরণ করে আসছে। এছাড়াও এ মাঠে ধান, ভুট্টাসহ অন্যান্য ফসলাদি উৎপন্ন হয়ে থাকে।
যদি এই গ্রামের উপর দিয়ে প্রস্তাবিত দর্শনা-মুজিবনগর রেল লাইন বাস্তবায়িত হয় তাহলে নাপিতখালি গ্রামবাসি চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে।
গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষি জমি হারাবে। এবং এলাকার অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়া পড়বে।